Google search engine

সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে মোট ১১ জন ক্রিকেটারকে কিনে নিয়েছে। টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। রিটেইনড না করলেও প্লেয়ার্স ড্রাফট থেকে তারা দলে টেনে নেয় মাশরাফিকে। তবে ক্যারিবিয়ান রাহকিম কর্নওয়ালকে দলে নিয়ে সবচেয়ে বড় চমক দেখাল সিলেট ফ্র্যাঞ্চাইজি।

প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ছিল ৪০ লাখ টাকা। এর আগে সরাসরি চুক্তিতে ঘরের ছেলে জাকের আলি অনিককে যুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। আগের আসরে খেলা জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে করে রিটেইনড।

মাশরাফি ছাড়া সিলেট ড্রাফট থেকে দলে নেয় ওপেনিং ব্যাটার রনি তালুকদার, পেসার আল-আমিন হোসেন, স্পিনার আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে। শক্তিশালী করেছে তাদের স্পিন আক্রমণ।

পল স্টার্লিং, জর্জ মুন্সিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল, আফগান ব্যাটার সামিউল্লাহ শেনওয়ারি ও ইংলিশ পেসার রিচ টপলি।

Google search engine