
মিরপুরের সকালটা বাংলাদেশের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক বোলিংয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সকালে ব্যাটারদের হতশ্রী ব্যাটিংয়ের ক্ষতে পড়ন্ত বিকেলে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পেরেছেন বোলাররা।
তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান-স্বীকৃত তিন স্পিনার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সেটার সুফল স্বাগতিকেরা পেয়েছে দিনের শেষ ভাগে। বাংলাদেশ শেষ ভাগে এসে পেয়েছে। ৬ উইকেটে ১৪০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তাইজুল একাই পেয়েছেন ৫ উইকেট। অপর উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। সফরকারীরা এগিয়ে ৩৪ রানে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪০.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। ৯৭ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। ৭ ব্যাটার আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে।
