Google search engine

নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা নেমেছে ২০ অক্টোবর। একদিন পরেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আইসিসি ঘোষিত বিশ্বকাপের নবম আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সেরা একাদশেও একমাত্র এশিয়ান নারী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন জ্যোতি।

আইসিসির ঘোষিত একাদশে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রয়েছে রানার্সআপ দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় সর্বোচ্চ দুইজন করে রয়েছে যথাক্রমে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার রয়েছে।

এই একাদশের দুইজন এশিয়ান নারী ক্রিকেটার হলেন ভারতের হারমানপ্রীত কাউর এবং বাংলাদেশের অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

নারী বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম আহামরি কিছু না হলেও জ্যোতি ছিলেন নিজের আলোতে উজ্জ্বল। তিনি স্ট্যাম্পের পেছনে থেকে নিজের কাজটা খুব ভালোভাবেই করেছেন। এবারের আসরে উইকেটের পেছনে তিনিই সেরা। একটি ক্যাচের পাশাপাশি ৬টি স্ট্যাম্পিং করেছেন জ্যোতি।

দলের বিপর্যয়ে ব্যাট হাতেও ভরসা ছিলেন জ্যোতি। এই টুর্নামেন্টে তার গড় ছিল ৩৪ এর বেশি। ৪ ম্যাচে ৩৪.৬৬ গড়ে বিশ্বকাপে ১০৪ রান করেছেন জ্যোতি। তাইতো পুরস্কার স্বরূপ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন জ্যোতি।

আইসিসির ঘোষিত এই একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছে নিউজিল্যান্ডের ইডেন কার্সন।

আইসিসি ঘোষিত নারী বিশ্বকাপের সেরা একাদশ:

লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস(দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কাউর (ভারত), দিয়ান্দ্রা দোতিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, বাংলাদেশ), আফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মাইর (নিউজিল্যান্ড), মেগান শ্যুট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকা এমলাবা (দক্ষিণ আফ্রিকা)

দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)

Google search engine