Google search engine

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ শোয়েব মিথুন। খেলা ও খেলার বাইরে অনেক মুহূর্ত তার ক্যামেরাবন্দি হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে পর শোয়েব নিজেই এখন ছবির পাতায়। কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়ে বিকেলে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন শোয়েব। ক্রীড়া সাংবাদিকতায় আলোকচিত্রী হিসেবে ফুটবল-ক্রিকেট সবই কাভার করেছেন এক সময়। পরবর্তী সময়ে ক্রিকেটেই বেশি সময় দেন। দেশে-বিদেশে ক্রিকেটের অনেক টুর্নামেন্ট কাভার করেছেন। এর মধ্যে রয়েছে বিশ্বকাপও।

সদা হাস্যজ্জ্বল শোয়েব গত দেড় দুই বছর ধরে অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। দেশ-বিদেশে চিকিৎসা নিয়েও মাত্র ৩৭ বছর বয়সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে স্ত্রী, এক মেয়ে রেখে।

শোয়েবের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। বাফুফে, বিসিবি আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে। ক্রীড়া সাংবাদিকরাও অত্যন্ত ব্যথিত শোয়েবকে হারিয়ে।

Google search engine