Google search engine

বাংলাদেশের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। টেস্টে পৃথিবীর দ্রুততম বোলার হিসাবে ৩০০ উইকেটের মালিক হওয়ার রেকর্ডটি স্পর্শ করেছেন তিনি। এই রেকর্ডটি আগে ছিল পাকিস্তানের বোলার ওয়াকার ইউনুসের।

সোমবার মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২৯৯ উইকেট নিয়ে খেলতে নামেন কাগিসো রাবাদা। মুশফিকুর রহিমকে বোল্ড করে তিনি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংস বাংলাদেশ অলআউট হয় ১০৬ রানে। সেখানে ৩ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাবাদা।

পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসের টেস্টে দ্রুততম ৩০০ উইকেট নিতে এই লেগেছিল ১২৬০২ বল। এদিকে রাবাদা সেই রেকর্ডটি ভেঙেছেন ৭৮৫ টি বল কম করে। অথ্যাৎ ৩০০ উইকেট পেতে রাবাদার লেগেছে ১১৮১৭ বল।

রাবাদার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ৩০০ উইকেট পেয়েছেন আরো ৫ বোলার। তারা হলেন ডেল স্টেইন, শন পলক, মাখায়া এনটিনি, অ্যালান ডোনাল্ড ও মরনে মরকেল।

Google search engine