
নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১৯ সদস্যের এই স্কোয়াডে ফিরেছেন চায়নাম্যান নূর আহমেদ। চোটের কারণে দলের বাইরে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরান।
নূর আহমেদ খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এই সিরিজে ভালো কিছু করার লক্ষ্যই থাকবে তার। তবে গোড়ালির চোটে পড়া ইব্রাহিম জাদরান এখনো সুস্থ হননি। তার পরিবর্তে দলে এসেছেন কদিন আগেই ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে একা হাতে হারানো সেদিকুল্লাহ অতল। এছাড়া এখনো চোট সমস্যায় ভুগছেন স্পিনার মুজিব-উর-রহমানও।
আফগানিস্তান দলের নেতৃত্বে থাকবেন হাসমাতউল্লাহ শাহিদি। সহ-অধিনায়ক অভিজ্ঞ ব্যাটার রাহমাত শাহ। বরাবরের মতো স্পিন অ্যাটাকের নেতৃত্ব দেবেন রাশিদ খান। পেস বোলিং ডিপার্টমেন্টে আছেন ফজল হক ফারুকী, বিলাল সামির মতো বোলাররা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এই ওয়ানডে সিরিজ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হওয়ার কথা থাকলেও আবহাওয়া ও ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় তখন স্থগিত করা হয়। পরবর্তীতে দুই বোর্ডের সম্মতিতে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৬ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুদলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল।
এক নজরে আফগানিস্তান স্কোয়াড:
হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রাহমাত শাহ (সহ-অধিনায়ক), দারউইশ রাসুলি, আল্লাহ গাজানফার, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, ফজল হক ফারুকী, গুলবাদিন নাইব, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলী খিল, রাশিদ খান, আব্দুল মালিক, বিলাল সামি, নাভিদ জাদরান, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অতল, নাঙ্গেলিয়া খারোটে, ফরিদ আহমেদ ও নূর আহমেদ
