
ঢাকা টেস্ট শেষ না হতেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডের সদস্য সংখ্যা সেই ১৫ জনেই আছে। শুধু প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে না থাকা তাসকিনকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাসকিনের বদলে চট্টগ্রাম যাচ্ছেন পেসার খালেদ আহমেদ।
ভারত সিরিজের শেষ টেস্টে খালেদ আহমেদ থাকলেও, ছিলেন না প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে। বিসিবি থেকে জানানো হয়েছিলো বাদ দেওয়া হয়নি তাকে, বরং ঘরের মাটিতে ১ জন অতিরিক্ত পেসার রাখার দরকার মনে হয়নি তাদের। তবে খালেদ আহমেদ খেলবেন এনসিএলে। এবার সেই কথাই যেনো সত্যি হলো। সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্টের স্কোয়াডে ডাক পেলেন এই পেসার। যদিও তার জন্য বাদ পড়তে হয়েছে তাসকিন আহমেদকে, যিনি প্রথম টেস্টে ছিলেন না একাদশেও। তবে স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন প্রথম টেস্টের একাদশে না থাকা অন্য দুই পেসার নাহিদ রানা ও হাসান মুরাদ।
আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমানোর কথা ক্রিকেটারদের। এরপর ২৭ ও ২৮ তারিখ অনুশীলন করবে ক্রিকেটাররা। আর সব ঠিকঠাক থাকলে ২৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
একনজরে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
এদিকে মিরপুরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে দেড় দিন বাকি থাকতেই ৭ উইকেটের বড় হারের লজ্জা পায় বাংলাদেশ। টাইগারদের সামনে এবার সুযোগ রয়েছে চট্টগ্রামে নিজেদের মান রক্ষা করার।
