Google search engine

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ একাদশে লিটন দাসের নাম না থাকায় সবাই বেশ বিস্ময় জেগেছিল। তাহলে কি পারফর্মেন্সের কারণে বাদ পড়লেন এই উইকেটকিপার ব্যাটার? পরে জানা গেল, আসলে অসুস্থতার কারণে লিটন একাদশের বাইরে।

জাতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার জ্বরে আক্রান্ত হয়েছেন বলে বিসিবি জানিয়েছে। অবশ্য মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লিটন রান করেছিলেন ১ এবং ৭। এ কারণেই অনেকে ভেবেছিলেন, লিটনকে হয়তো একাদশ থেকে ছেঁটে ফেলা হয়েছে। বাস্তবে সেটা নয়।

লিটনের জায়গায় উইকেটকিপিং করছেন অভিষিক্ত মহিদুল ইসলাম অঙ্কন। মিরপুর টেস্টে অভিষেক হওয়া জাকের আলী চোটে পড়ায় তিনি দলে সুযোগ পান। দেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেকও হয়ে গেল।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

Google search engine