Google search engine

নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় মাহিদুল ইসলাম অঙ্কনের। তারই ধারাবাহিকতায় আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। অঙ্কন জানালেন বাংলাদেশের জার্সিতে তার খেলাটা স্বপ্ন পূরণ করেছে বাবা-মায়ের।

সাধারণত ক্রিকেটারের নিজের স্বপ্ন পূরণের কথাই শোনা যায়। তবে অঙ্কন জানালেন তার নিজের নয় বাবা-মায়ের স্বপ্ন পূরণ হওয়াতেই আনন্দিত তিনি।

ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা বাংলাদেশ দলের একটি ভিডিও পোস্ট করেছে বিসিবি। যেখানে দেখা যায় আরেক কিপার ব্যাটার জাকের আলি অনিক ইন্টারভিউ নিচ্ছিলেন অঙ্কনের।

জাতীয় দলের জার্সিতে খেলা প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে অঙ্কন বলছিলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলাটা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিলো…বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি বেশি খুশি কারণ আমার আব্বু-আম্মুর শখ ছিলো ছোটবেলা থেকে যে আমাকে দেখবে টেস্ট খেলতে। সেটা হতে পারায় খুশি আলহামদুলিল্লাহ।’

লিটন দাসের সাথে জাকের আলি অনিকও আছেন ফিট। ফলে ওয়েস্ট ইন্ডিজে অঙ্কনের খেলার সম্ভাবনা খুবই কম। তবুও ব্যকাপ হিসেবে থাকা এই ব্যাটার ওয়ার্ম আপ ম্যাচে করেছেন ৮৭ বলে অপরাজিত ৪১ রান। প্রয়োজনে প্রস্তুত আছেন সেটা জানান দিলেন আরও একবার।

Google search engine