Google search engine

মোঃ আজিম খান স্পোর্টস ডেস্কঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজের প্রতিটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। এর বাইরেও ম্যাচগুলোর আলাদা মাহাত্ম্য আছে। প্রতিটি ওয়ানডে বাংলাদেশের মেয়েদের জন্য বাঁচামরার।

আগামী বছর সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল জায়গা করে নেবে সরাসরি। বাকি দুদল আসবে বাছাইপর্ব খেলে।

১০ দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে ৯ নম্বরে আছে। বাকি আছে দুটি সিরিজ। আইরিশদের পর আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলার নারীরা। সেটি অবশ্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে। ফলে, বাংলাদেশের জন্য শীর্ষ ছয়ে থাকার কাজটা বেশ কঠিন। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে চোখ রাখছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার এ ব্যাপারে বলেন, ‘আমাদের হাতে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি। ছয়টি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা এখনই সব ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত এই সিরিজ নিয়ে আমাদের পরিকল্পনা। যেহেতু এটি ঘরের মাঠে খেলছি, এখানে বাড়তি সুবিধা থাকবে। দলের লক্ষ্য হলো, তিনটি ম্যাচেই জয়।’

২৭ নভেম্বর থেকে শুরু হবে দুদলের লড়াই। প্রথম ম্যাচ মাঠে গড়াবে সেদিন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

Google search engine