Google search engine

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর। তাই দিনে ৩ সেশন হওয়ার কথা থাকলেও হয় কেবল একটি সেশন- আফটারনুন সেশন। আড়াই ঘণ্টা লম্বা এই সেশন শেষে যখন প্রথম দিনের খেলা শেষ হয়, বাংলাদেশের স্কোর ৩০ ওভারে ৬৯/২।

কিংস্টন টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, যিনি আগের ম্যাচে খেলা জাকির হাসানের স্থলে এই টেস্টে জায়গা পেয়েছেন। শুরুতেই জয় সেই একই আউটসুইংয়ের ফাঁদে ফেলে আউট হন। ওপেনিং জুটি আবারও যায়নি ডাবল ডিজিটে, দলীয় ৮ রানেই কেমার রোচের শিকার হন ৩ রান করা জয়।

পরের ওভারেই দলীয় ১০ রানের মাথায় আবার ব্রেকথ্রু এনে দেয় কেমার রোচ। অভিজ্ঞ মুমিনুল হকের উইকেটটা নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৫০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন কেমার রোচ। বাংলাদেশের বিপক্ষে পেসারদের টেস্টে উইকেট নেওয়ার তালিকায় দুই ও তিনে আছে দুই কিউই পেসার ওয়াগনার (৩৯) ও বোল্ট (৩৭)। স্পিনারদের মাঝে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট উইকেট মুরালিধরনের, ১১ টেস্টে যিনি নিয়েছেন ৮৯ উইকেট। বাংলাদেশে বিপক্ষে কেমার রোচের ৫০তম টেস্ট শিকার মুমিনুল হক শূন্য রানে আউট হয়ে এক লজ্জার রেকর্ডের অংশীদার হন মুমিনুল, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৭টি ডাক এখন মুমিনুলের, পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলের ১৬টি ডাককে।

তৃতীয় উইকেটে জুটি গড়ে সাদমান ও শাহাদাত, দেখেশুনে খেললেও তারা একাধিক সুযোগ দিয়েছেন ক্যারিবিয়ান ফিল্ডারদের। যে সুযোগগুলো ফিল্ডাররা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অবস্থা আরো নাজুক হতে পারতো। সাদমান ইসলাম ব্যক্তিগত ১৫ ও ৩৫ রানে জীবন পান, শাহাদাত জীবন পান ব্যক্তিগত ৮ রানের মাথায়। তবে দিনের বাকি সময়টা দেখেশুনেই পার করে দেন এই দুই ব্যাটার।

সাদমান ইসলাম নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন, এই বছর বাংলাদেশ ঘরের বাইরে টেস্ট সিরিজ খেলেছে ৩টি, সেই ৩ সিরিজেই ফিফটি হাঁকিয়েছেন সাদমান। তবে ওয়েস্টইন্ডিজের সাথে এই ইনিংসে সাদমান একটি ছক্কা হাঁকিয়েছেন, নিজের ৩৮তম ইনিংসে যেটি সাদমানের ক্যারিয়ারের প্রথম ছক্কা! দিন শেষে সাদমান অপরাজিত আছেন ১০০ বলে ৫০ রান করে, অন্যদিকে দীপু অপরাজিত আছেন ৬৩ বলে ১২ রান করে। ১০/২ থেকে এই দুজনের অবিচ্ছেদ্য ৫৯ রানের জুটির কল্যাণেই বাংলাদেশ দিন শেষ করতে পেরেছে ৬৯/২ তে।

Google search engine