
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। তখনই কামিন্দু মেন্ডিসদের হার দেখছিলেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। তবে দ্বিতীয় ইনিংসে চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। তারপরও বড় হার এড়াতে পারেনি তারা।
৫১৬ রান তাড়া করতে নেমে ২৮২ তেই থামে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা পায় ২৩৩ রানের জয়।
প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা মার্কো ইয়ানসেন দ্বিতীয় ইনিংসেও করেছেন দুর্দান্ত বোলিং। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া এ পেসার নিয়েছেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম বাঁহাতি পেসার হিসেবে এক ম্যাচে ১১ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ব্রেট শুল্টজের। ১৯৯৩ সালে শ্রীলঙ্কারই বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ১০৬ রানে ৯ উইকেট।
আর দুটি উইকেট পেলেই অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তেন ইয়ানসেন। কিন্তু কাগিসো রাবাদা, গেরাল্ড কুটসিয়া ও কেশভ মহারাজও নিজেদের মেলে ধরেন দ্বিতীয় ইনিংসে। প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট।
প্রতিরোধ গড়ার চেষ্টা করা শ্রীলঙ্কার হয়ে ৮৩ রান করেছেন দীনেশ চান্দিমাল। এছাড়াও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ ও কুশল মেন্ডিস খেলেন ৪৮ রানের ইনিংস। তাদের তিনজনের ইনিংস শুধুমাত্র শ্রীলঙ্কার হারের ব্যবধানই কমাতে পেরেছে।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
