
বরাবরই এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যেখানে আলাদা করে বললে দেশের ক্রিকেটের বেলায় একসাথে গলা ফাটায় সর্বস্তরের জনগন। এবারের বিপিএলেও এমনটাই হবে, সে আশাই ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১ ডিসেম্বর) বিপিএলের মাসকট উন্মোচন থেকে যাবতীয় কার্যক্রম অফিসিয়ালি ঘোষণা করেছে বিসিবি। যেখানে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সব বিস্তারিত জানানো হয়। তামিম ইকবাল থেকে মুশফিক-শান্ত কিংবা নারী ক্রিকেটাররাও ছিলেন এই অনুষ্ঠানে।
যেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,’খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে। বিশেষ করে ক্রিকেট আমাদের একসাথে হতে সাহায্য করে। ভিন্নক্ষেত্রে যাই হোক না কেনো, খেলার সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই।’
গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, স্লোগানে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। যা অনুষ্ঠিত হবে ৩০ শে ডিসেম্বর থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা সুখে, দুঃখে আনন্দ-বেদনায়, সবসময়ই জুলাইয়ের শহীদদের মনে রাখতে চাই। আমরা তাদের আত্মত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই।’
এছাড়া আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জেনেছেন আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। যেখানে ক্রিকেট থেকে যাবতীয় খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। যা সারাদেশব্যাপী চলবে। এই আয়োজনের অন্যতম একজন আপনিও। আমাদের প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ, এই আয়োজেনে আমাদের পাশে থাকার জন্য।’
