
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠলো শ্রীলঙ্কা। আর ম্যাচ হেরেও একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ।
দুবাইতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার দুলনিথকে হারায় শ্রীলঙ্কা। এরপর মাঠে নেমে বেশিক্ষণ টিকেননি আরেক ব্যাটার শারুজানও। আরেক প্রান্তে থাকা ওপেনার পেরেরাও দ্রুত আউট হয়ে গেলে দলীয় ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লঙ্কানরা। এরপর ভিমাথ ও লাকভিন মিলে ৪০ রানের জুটি গড়ে, প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও লাকভিন আউট হয়ে যাওয়ার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।
তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই দলের রানের চাকা সচল রাখেন ভিমাথ। শেষ পর্যন্ত তার ১৩২ বলে ১০ চারে ১০৬ রানের মূল্যবান ইনিংসের উপর ভর করে লড়াইয়ের জন্য পুঁজি গড়তে পারে লঙ্কানরা। যদিও নির্ধারিত ওভারের ৪ বল বাকি থাকতেই ২২৮ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে একাই ৪টি উইকেট নেন আল ফাহাদ। আর ৩ উইকেট পান রিজান হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্ভোধনী জুটিতেই স্কোরবোর্ডে অর্ধশতক রান তোলেন দুই ওপেনার জাওয়াদ ও কালাম সিদ্দিকী। এরপর জাওয়াদ রান আউট হয়ে গেলে ভেঙে যায় ৫২ রানের জুটি। এরপর দ্রুতই আউট হয়ে যান অধিনায়ক আজিজুল হক তামিম ও শিহাব জেমস। তবে চতুর্থ উইকেট জুটিতে দেবাশীষকে নিয়ে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় ওপেনার কালাম সিদ্দিকী।
তবে এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই আউট হয়ে যায় কালাম সিদ্দিকী। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। তিন বল বাকি থাকতেই ২২১ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পান অধিনায়ক ভিহাস। আর ৭ রানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠলো অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দল।
