Google search engine

একের পর এক শঙ্কা। যেই দলটা আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ছিলো বিদায় নেওয়ার পথে, তারাই কিনা ঘুরে দাঁড়িয়ে চলে গেলো ফাইনালে। আবার ফাইনাল নিশ্চিত হওয়ার পর ক্রিকেটার সংকটে অনিশ্চিত হয়ে গেলো মাঠে নামা। তবে সব শঙ্কা কাটিয়ে ক্যারিবীয় দ্বীপে খেললো রংপুর। গড়লো ইতিহাস। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফ্র‍্যাঞ্চাইজি দল হিসেবে অংশ নিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে নিলো নুরুল হাসান সোহানের দল। ফাইনালে ভিক্টোরিয়াকে তারা হারিয়েছে ৫৬ রানে।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ক্রিকেটার স্বল্পতার জন্য ফাইনাল খেলতে না পারার শঙ্কা কাটিয়ে এদিন রংপুরের হয়ে স্টিভেন টেইলরকে সঙ্গী করে ইনিংসের গোড়াপত্তন করেন সৌম্য সরকার। বিধ্বংসী ব্যাটিং করেন এই দুই ব্যাটার। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৪০ রান স্কোরবোর্ডে যোগ করেন এই দুই ব্যাটার। এরপর যথাক্রমে ৪৫ বলে দলীয় অর্ধশতক ও ৭৩ বলে দলীয় শতক তুলে নেয় টেইলর-সৌম্য জুটি। সেই সাথে দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

তাদের ১২৪ রানের দুর্দান্ত জুটি ভাঙে ১৪তম ওভারে। ৬৮ রান করা স্টিভেন টেইলরকে ফেরান কারিমা গোর। এরপর দ্রুতই ফিরে যান সাইফ হাসানও। তবে একপ্রান্তে রানের চাকা সচল রাখা সৌম্য বাকিদের নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন রংপুরের ব্যাটিং ইনিংস। তার ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে রংপুরে রান দাঁড়ায় ১৭৮। ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন সৌম্য।

জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ব্যাটাররা দেখেশুনে খেলে স্কোরবোর্ডে জমা করতে থাকেন রান। তবে এতে প্রথম আঘাতটা হানেন কামরুল ইসলাম রাব্বি। ওপেনার ব্লেইক ম্যাকডোনাল্ডকে ফেরান তিনি। এরপর সাঞ্জায় কৃষ্ণামূর্তিকে নিয়ে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার জো ক্লার্ক। তবে অষ্টম ওভারে সাঞ্জায়ের বিদায়ের পর বদলে যায় পাশার দান। ভিক্টোরিয়ার ঘটে ব্যাটিং বিপর্যয়। ২২ বলে ৪০ রান করা জো ক্লার্ক ছাড়া আর কেউ স্পর্শ করতে পারেননি ২০ রানের কোটা। রিশাদ-হারমিত-মেহেদীদের একের পর এক আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইনআপ। আর এতেই নিশ্চিত হয় রংপুর রাইডার্সের প্রথমবারের মতো অংশ নিয়েই বৈশ্বিক কোনো ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের ট্রফি জয়।

রংপুরের হয়ে হারমিত সিং ৩ টি, রিশাদ, মেহেদী ও সাইফ হাসান দুটি করে, সেই সাথে কামরুল ইসলাম রাব্বি নেন একটি উইকেট।

Google search engine