Google search engine

সাম্প্রতিক সময়ে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও খাপছাড়া খেলছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজেও দেখতে হয়েছিলো হারের মুখ। তবে এবার ক্যারিবিয়ানদের মাটিতে আবারও জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা। যেখানে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ জানান, ‘অধিনায়ক হিসেবে পজেটিভ ক্রিকেট খেলতে চাই। দলের সবাইকেও সেই বার্তাই দিয়েছি। কেউ যেনো বাজে চিন্তা না করে। আমরা জেতার জন্যই মাঠে নামব। অ্যাটাকিং মাইন্ডেই খেলবো।’

এ প্রসঙ্গে মিরাজ উদাহরণ টেনেছে শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের অ্যাটাকিং খেলার ব্যাপারে। তিনি বলেন, ‘দেখেন, টেস্টে যখন আমরা তিনটা ইনিংসেই খারাপ ব্যাটিং করেছিলাম, বিষয়টা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আমি তখন দিপুর সাথে ডেসিংরুমে কথা বলেছিলাম। ও তখন তিনে ব্যাটিং নামতে যাচ্ছিল। আমি শুধু বলেছিলাম, এখানে ডিফেন্সিভ খেলা যাবে না। তুমি পজেটিভ ক্রিকেট খেলো। তোমার যদি মনে হয় প্রথম বলেও মারতে পারবে, তবে সেই বলেও মারবে, কোনো সমস্যা নেই। সেই গাটস আমি তোমাকে দিলাম। তোমাকে কেউ কিছু বলবে না।’

এছাড়া একই বার্তা মিরাজ দিয়েছিলেন বাকি ক্রিকেটারদেরও। যার ফল এসেছিলো শেষ টেস্টে জয় দিয়েই। মিরাজ বলেন, ‘আমাদের এখানে রান করতে হবে। ওদের বোলার সম্পর্কে আমরা জানি।’

বলা যায় অধিনায়ক হিসেবে মিরাজের বার্তারই প্রতিফলন মাঠে ঘটিয়েছিলো টাইগাররা। মিরাজ বলেন, ‘আমার ছোট ছোট বার্তাগুলোই দলকে অনেক সাহায্য করেছে। এটা দলের বাকিরাও ভালোভাবেই নিয়েছে। সবাই আমাকে সাপোর্ট করেছে। যার জন্য আমাদের জয় পাওয়াটাও সহজ হয়েছে।’

ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং পজিশনও নিয়েও কথা বলেছেন তিনি। মিরাজ জানান, এই সিরিজে তাকে উপরেই খেলতে হবে। অধিনায়কের মতে, সিরিজ জিততে হলে ব্যাটারদের রান করতে হবে। তবেই জয় আসবে।’

Google search engine