
রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারতের যুবারা। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে আজিজুল হক তামিমের দল। ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০১৯ যুব এশিয়া কাপ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নেমে বাংলাদেশ ৫ রানে হেরেছিল ভারতের কাছে। সর্বশেষ (২০২৩) আসরেও দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। পরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে ইয়াং টাইগাররা।
এ নিয়ে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনাল খেলছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতীয় যুবারা যুব এশিয়া কাপে রেকর্ড সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে। ইয়াং টাইগাররা একবার কেবল শিরোপা জিতেছে গত আসরে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী অ্যালেন, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ সরকার দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মেদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হারভানশ সিং (উইকেটরক্ষক), কিরান চোরমালে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ।
