
ঘোষণা দিয়েও ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগের আয়োজন করতে পারেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তাই ভারতের প্রো-কাবাডিই ছিল লাল-সবুজের খেলোয়াড়দের একমাত্র ভরসা। এবার সেই ক্ষেত্র বাড়ল। ১৭ জানুয়ারি কাঠমান্ডুতে শুরু হচ্ছে নেপাল কাবাডি লিগ। সেখানে খেলবেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। রোববার চারজন কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দিয়েছেন। বাকি দুজন যাবেন ১২ জানুয়ারি।
দেশের কাবাডির অবস্থা তথৈবচ। এশিয়ান গেমসে পদক হাতছাড়া হয়েছে অনেক আগেই। ছেলেরা হরিয়েছে ২০১০ গুয়াংজু এশিয়াডে এবং মেয়েরা হারিয়েছে ২০১৮ জাকার্তায়। হাংজু এশিয়ান গেমসে হিমালয়কন্যার দেশটিকে পুরুষরা হারালেও পরাজয় মেনে ব্রোঞ্জ পদকটিও হাতছাড়া হয় মেয়েদের। তাই জাতীয় খেলা হলেও দক্ষিণ এশিয়ান গেমসে এখন ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
আগের কমিটি ঢাকায় ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিলেও তা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের স্বপ্ন আর বাস্তবে রূপ দিতে পারেননি কর্তারা। তাই ভারতের প্রো-কাবাডি লিগই ছিল বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের সবেধন নীলমনি।
যদিও সেখানে খেলতে গিয়ে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় বাংলাদেশের খেলোয়াড়দের। ভারতের পর ছয় দল নিয়ে নেপাল এবার আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ। যেখানে খেলবেন বাংলাদেশের ছয় খেলোয়াড়।
