Google search engine

ঘরের মাঠেই নাজেহাল পাকিস্তান ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় খেলার প্রথম ইনিংসে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়।

সফরকারী ক্যারিবীয় দলকে ১৬৩ রানে অলআউট করে খুশিতে আত্মহারা হয়ে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় পাকিস্তান। চতুর্থ উইকেট হারায় ৫১ রানে।

ষষ্ঠ উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৬৮ রানের জুটি গড়েন। তাদের দায়িত্বশীলতায় একটা পর্যায়ে ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১১৯ রান।

এরপর ফের ব্যাটিং বিপর্যয়। ইনিংসের শেষ দিকে মাত্র ৩৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ৪৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৩২ রান করেন সৌদ শাকিল। পাকিস্তানের ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে ব্যর্থ হন।

শনিবার সকালে মুলতানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় উইন্ডিজ। স্কোর বোর্ডে মাত্র ৩৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যান গুদাকেশ মতি ও জোমেল ওয়ারিক্যানের ব্যাটিংশৈলীতে শেষ পর্যন্ত ১৬৩ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন গুদাকেশ মতি। ৩৬ রান করে অপরাজিত থাকেন জোমেল ওয়ারিক্যান। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নোমান আলি।

জবাবে ব্যাটিংয়ে নেমে দুই বাঁহাতি জোমেল ওয়ারিক্যান ও গুদাকেশ মতির স্পিনে বিভ্রান্ত হয়ে ১৫৪ রানে অলআউট হয় পাকিস্তান। জোমেল ও গুদাকেশ ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

মুলতান টেস্টের প্রথম দিনেই প্রথম ইনিংসে অলআউট পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে দুই দলের উইকেট পড়ল ২০টি। সফল দুই দলের স্পিনাররা।

আগামীকাল রোববার শুরু হবে দুই দলের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ১৬৩ রান করেও ৯ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে ক্যারিবীয়রা।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১২৭ রানের জয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান।

Google search engine