Google search engine

বেতন কিংবা সুযোগ-সুবিধায় পুরুষ ক্রিকেটারদের সমপর্যায়ে নেই নারী ক্রিকেটাররা। বিশ্বজুড়ে তাতে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো। বাংলাদেশও সেই পথেই হাঁটতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নারী ক্রিকেটে ঘরোয়া টুর্নামেন্টে মনোযোগ দিচ্ছে বিসিবি। তাতে বড় মাইলফলক হতে পারে দেশের প্রথম নারী বিপিএল। তবে পর্দা ওঠার আগেই টুর্নামেন্টটি নিয়ে হতাশার খবর এসেছে!

গতকাল (শনিবার) সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে চলমান একাদশ বিপিএলের নানা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। আর সেটাই নাকি নারী বিপিএল আয়োজনে নতুন করে ভাবতে বাধ্য করেছে বিসিবিকে। ফলে ছেলেদের বিপিএল শুরুর পর নারীদের টুর্নামেন্ট শুরুতে বিলম্ব হবে নাকি পুরো প্রক্রিয়াই থেমে যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০২৪-২৫ বিপিএল আয়োজন করতে গিয়ে পারিশ্রমিক বকেয়া কিংবা সন্দেহজনক পারফরম্যান্সসহ বেশ কিছু বিতর্কে বিব্রত বিসিবি। সে কারণেই নাকি তারা নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না। তবে জানা গেছে, বোর্ড প্রস্তাবিত প্রথম নারী বিপিএল টুর্নামেন্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) প্রক্রিয়া শুরু করেছে।

বিসিবির সভা শেষে গতকাল সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। এ সময় তারা নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ, গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম ও বিপিএলের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন। একপর্যায়ে নারী বিপিএলের প্রসঙ্গ উঠলে ইফতেখার রহমান মিঠু শুধু এতটুকুই বলেন, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে ৩ দল নিয়ে চলতি বছর প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। অবশ্য এমন ঘোষণা এর আগে ২০২৩ সালেও এসেছিল, কিন্তু সেই সিদ্ধান্তটি পরিকল্পনাতেই থেকে যায়। এবার ছেলেদের বিপিএলের পরপরই নারীদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশারও জানান, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস তিন ফ্র্যাঞ্চাইজি মেয়েদের বিপিএলে অংশ নিতে সম্মতি দিয়েছে। এমনকি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৫ লাখ পারিশ্রমিক নির্ধারণের কথাও জানান তিনি

Google search engine