
বিপিএলের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান ধরে রাখলো ফরচুন বরিশাল। ফলে প্লে-অফে খেলা নিশ্চিত হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। ৭ বলের ব্যবধানে জর্জ মানসে এবং জাকির হাসানকে হারায় তারা। এরপর রনি তালুকদার ও সদ্য দলে যোগ দেওয়া আহসান বাট ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও মাত্র ৯ রান করেই আউট হয়ে যান রনি তালুকদার।
তবে আহসান বাটের ২৮ রানের পর শেষ দিকে জাকের আলির ২৪, অধিনায়ক আরিফুল হকের ১২ এবং পেসার তানজিম হাসান সাকিবের ১৩ রানের কল্যাণে দলীয় শতরান পূর্ণ করে সিলেট। শেষ পর্যন্ত ১৮.১ ওভারেই ১১৬ রানে অলআউট হয়ে যায় তারা। বরিশালের পক্ষে একাই ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। এছাড়া ২টি করে উইকেট পান যথাক্রমে জেমস ফুলার এবং মোহাম্মদ নবী।
জবাবে ব্যাট করতে নেমেই ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া করেন তাওহীদ হৃদয়। টপ অর্ডারের এই ব্যাটার ওপেনিংয়ে সুযোগ পেয়ে মাত্র ৬ রান করেই আউট হন। এছাড়া ইংলিশ ব্যাটার ডেভিড মালানও আউট হয়ে যান দ্রুতই (৯)। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন অধিনায়ক তামিম ইকবাল খান। আর তাকে যোগ্য সঙ্গ দেন আরেক দেশি ব্যাটার মুশফিকুর রহিম।
শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দিয়েই মাঠ ছাড়েন তামিম ইকবাল খান। অপর প্রান্তে ৪২ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
