Google search engine

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাগজে কলমে কিছুটা নড়বড়ে ও দুর্বল প্রকৃতির দল সিলেট স্ট্রাইকার্স। আবার একের পর এক চোটের হানা। ফলে দলটিকে মাঠে নামার মনোবল ভেঙে দিচ্ছে। বলতে গেলে সব চোট যেন তাদেরই পিছু নিয়েছে। এইবার নতুন করে ইনজুরির কবলে ইংলিশ পেসার রিচ টপলি। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচ রেখেই বিপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনিই।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট স্ট্রাইকার্স তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে রিচ টপলির বিপিএল ছেড়ে দেশে ফিরে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক আরিফুল হক চোট নিয়ে হতাশার বাণী শুনিয়েছিলেন। একাদশে তিনজন নিয়মিত উইকেট কিপার ব্যাটার থাকলেও অনভিজ্ঞ রনি তালুকদারকে দিয়ে উইকেট কিপিং সামলাতে হচ্ছে কেননা তিনজনই চোটে ভুগছেন বলে জানিয়েছিলেন তিনি।

তাছাড়া বিপিএলের প্রথম পর্বে ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার রাহখিম কর্নওয়াল ত চোটের কারণে নিজ দেশেই ফিরে যান। এদিকে দলের অন্যতম সেরা পেসার তানজিম হাসান সাকিবও চোটের ফলে নিয়মিত খেলতে পারছেন না। অর্থাৎ, আরিফুলের ভাষ্যমতে, তাদের এখন একাদশ সাজানোই কঠিন হয়ে গেছে। এবার টপলির ইনজুরি নতুন মাত্রা দিয়েছে।

স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেজে টপলির ইনজুরি ও দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গে বলে, “রিচ টপলি তার ডান হাঁটুতে হাইপার এক্সটেনশন ইনজুরির কারণে আজ রাতে চলে যাবেন, তার সাথে হাই হ্যামস্ট্রিং টেন্ডিনোপ্যাথি এবং কুঁচকির ব্যথা।”

ফ্র্যাঞ্জাইজিটি এই ইংলিশ পেসারের দ্রুত আরোগ্য কামনা করে বলে, “তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং শীঘ্রই তাকে মাঠে ফিরে দেখার আশা করছি।”

Google search engine