
টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে।
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর।
ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান +১। অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।
আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের বড় হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এদিন ম্যাচে ১৪ মিনিটে গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল, আর দলটির হয়ে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেনো বিদন।
বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে ব্রাজিলের যুবারা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
