
বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা এতদিন ছিলো সাকিব আল হাসানের দখলেই। বিপিএলের ষষ্ঠ আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে সাকিব আল হাসান ২৩ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন। এরপর অনেকে কাছাকাছি আসলেও ভাঙতে পারেননি এই রেকর্ড, গত আসরে শরীফুল ইসলাম দুর্দান্ত ফর্মে থাকলেও দুর্দান্ত ঢাকা প্লে-অফ খেলতে না পারায় ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় শরীফুলের।
তবে বিপিএলের এগারোতম আসরে তাসকিন ঠিকই করে দেখালেন রেকর্ড। এবারের আসরে তাসকিন খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে, দলটা নতুন হলেও ইতোমধ্যেই জড়িয়ে গেছে নানা তর্কে বিতর্কে। তবে সেসব তর্ক বিতর্কে যে খুব একটা বিচলিত হচ্ছেন না রাজশাহীর এই নবনিযুক্ত অধিনায়ক তাসকিন আহমেদ, তা তো পারফরম্যান্সেই স্পষ্ট। দলের প্লে-অফ এখনো নিশ্চিত না হলেও ১১ ম্যাচেই ২৪ উইকেট নিয়ে ভেঙ্গে ফেলেছেন সাকিবের ২৩ উইকেটের রেকর্ড।
টুর্নামেন্টের শুরুটা তাসকিন করেছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে তিন উইকেট নিয়ে, পরের ম্যাচেই ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছেন, সাত উইকেট নিয়ে লণ্ডভণ্ড করেছেন ঢাকার ব্যাটিং লাইনাপকে। সেই সময় থেকেই হয়তো সাকিবের এই রেকর্ডে চোখ রেখেছিলেন তাসকিন আহমেদ। এরপর দুর্বার রাজশাহীর পারফরম্যান্স যেমনই হোক না কেনো, তাসকিন ঠিকই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছিলেন। এমনকি দলের নেতৃত্ব কাঁধে আসার পর রংপুর রাইডার্সের মত জায়ান্ট টিমকে পরপর দুই ম্যাচ হারিয়ে টুর্নামেন্টে প্রাণ ফিরিয়ে এনেছেন বাংলদেশের এই তারকা পেসার।
আসরে দুর্বার রাজশাহীর আরো একটি ম্যাচ আছে গ্রুপ পর্বে, প্লে অফ নিশ্চিত করতে পারলে আরো কিছু ম্যাচের সুযোগও পাবেন। তাই বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের লিডার তাসকিন যে তার এই রেকর্ডটাকেই প্রসারিত করার চেষ্টা করবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
