Google search engine

১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত মেগা আসর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর টিকেট সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ এবং দ্বিতীয় সেমি-ফাইনালের টিকেট বিক্রি শুরু হবে মঙ্গলবার, ২৮ জানুয়ারি দুপুর ২টা (পাকিস্তান সময়) এবং ১টা (গালফ স্ট্যান্ডার্ড টাইম)।

টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ দুবাইয়ে ২০ ফেব্রুয়ারিতে খেলবে ভারতের বিপক্ষে। বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান, ২৪ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারিতে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে মোকাবিলা করবে এই দুটি দলের। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ, যেখানে ম্যাচের টিকেটের মূল্য সাধারণ শ্রেণির জন্য শুরু হচ্ছে ১,০০০ রুপি থেকে। প্রিমিয়াম, ভিআইপি এবং ভিভিআইপি আসনগুলোর জন্য টিকেটের মূল্য যথাক্রমে ৩,০০০, ৫,০০০ এবং ১২,৫০০ রুপি, গ্যালারী থেকে দেখলে টিকেটের মূল্য হবে ১৮,০০০ পাকিস্তানি রুপী। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অবশ্য সাধারণ টিকিট ১,০০০ রুপীতেই মিলবে, তবে হোস্ট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা হাই ভোল্টেজ হতে পারে এই বিবেচনায় ২,০০০ রুপী থেকেই শুরু হবে।

ভক্তরা টিকেট কিনতে পারবেন আইসিসি’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি, পাকিস্তানের নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টারগুলো থেকেও টিকেট সংগ্রহ করা যাবে। টুর্নামেন্টের গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

Google search engine