Google search engine

বিপিএলের আর বিতর্ক যেন একই রেখা ধরে হাঁটছে। চলমান আসরের আগে অন্যরকম বিপিএলের যে স্বপ্ন দেখিয়েছে, টুর্নামেন্টের মাঝপথেই তা ফিকে হয়ে যায়। বিশেষত, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের আর্থিক ইস্যু ছাড়িয়ে গেছে সবকিছু। কেবল রাজশাহীই নয়, পারিশ্রমিকের ব্যাপারে গড়িমসি করে প্রায় সব দলই।

ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারত্বের দায় বিপিএল কর্তৃপক্ষ এড়াতে পারে না, এর দায় তাদের ওপরও পড়ে। বিপিএলের এমন অব্যবস্থাপনা নিয়ে হতাশা ও বিরক্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। দিন দিন বিপিএল হতাশ করছে, এমনটিই জানিয়েছেন ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট।

ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে মোফাট বলেন, ‘বিপিএলের বকেয়া পারিশ্রমিকের বিষয়টা বারবার শুনতে পাওয়া হতাশাজনক। কয়েক বছর ধরেই জায়গায় বিপিএল বারবার ব্যর্থ হচ্ছে। সমস্যাগুলো গ্রহণযোগ্য নয়। এসব আন্তর্জাতিক ইস্যু। এই মুহূর্তে এমন আন্তর্জাতিক ইস্যু সমাধানের মতো সক্ষমতায় নেই টুর্নামেন্টটি।’

বিপিএল কর্তৃপক্ষ সবসময় টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক মানের বলে দাবি করে। যদিও, বাস্তবে তা ভিন্ন। মোফাটও জানান, যেকোনো লিগে চুক্তিপত্রে কিছু মৌলিক সুরক্ষা এবং ন্যূনতম মান বজায় রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত থাকে। বিপিএল এসব দিকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টুর্নামেন্টটিকে যদি আন্তর্জাতিকভাবে পরিচিত করতে চায়, তাহলে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।

Google search engine