
আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না, এবারের বিপিএল চলাকালীন দেওয়া ঘোষণার সময়ই তামিম ইকবাল জানিয়েছিলেন যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। তবু আজ ফরচুন বরিশালের হয়ে তাঁর টানা দ্বিতীয় ফাইনালই বিপিএলে এই ওপেনারের শেষ কিনা, সেই আলোচনা ছিল।
তবে সেই আলোচনা আর বাড়তে দিলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে পরের বিপিএলে খেলবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তামিম বললেন, ‘ইনশাআল্লাহ, অবশ্যই।
এর আগে এই বিপিএলেই এক ম্যাচে টসের পর ধারাভাষ্যকার ড্যানি মরিসনের প্রশ্নে তামিম বলেছেন, তার ছেলে তাকে ঘরোয়া ক্রিকেটে আরও খেলতে দেখতে চান। তার নিজেরও চাওয়া তেমনই।
আগামী বিপিএল আসার আগেই তামিম অসশ্য ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাচ্ছেন। এবার তিনি না লিখিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
সবকিছু ঠিক থাকলে এই দলের হয়ে নিয়মিত খেলতে দেখা যাবে তামিমকে।
