Google search engine

বিপিএল শেষ হলেও পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের রেশ এখনো কাটেনি। বিদেশি ক্রিকেটারদের অনেকে এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি। বিসিবি জানালো এই অভিজ্ঞতা থেকে আগামীতে ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের সব দায়িত্ব তারা নেবে। এই ব্যাপারে তিনটি উদ্যোগের কথা জানিয়েছে বোর্ড। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তিন ধরণের উদ্যোগের কথা জানিয়েছে। তারমধ্যে একটি হচ্ছে  ড্রাফটে থাকা বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা করবে বিসিবি। যদিও এই নিয়ম আগেই ছিলো। ড্রাফটে থাকা খেলোয়াড়দের কোন দল টাকা না দিলে গ্যারান্টি মানি থেকে সেই টাকা দেওয়ার কথা বিসিবির।

এর সঙ্গে এবার লজিস্টিকাল সহায়তাও করবে। বিপিএল শেষে খেলোয়াড়দের ফেরার বিষয়গুলো দেখভাল করবে তারা।

তৃতীয়ত একটি আর্থিক প্রটোকলের কথা বলছে বিসবি। যাতে করে খেলোয়াড়দের পারিশ্রমিক প্রক্রিয়া আরও সুরক্ষিত থাকে।

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এরকম উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দিতে বিসিবির আন্তরিকতার প্রমাণ। বিসিবি আর্থিক ক্ষেত্র শক্তিশালী করতে কাজ করছে।’

বিপিএলের চলতি আসরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক ইস্যু আলোচনায় আসে। একাধিক দলের একাধিক ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে অভিযোগ করেন। দুর্বার রাজশাহীর সব ক্রিকেটার একদিন অনুশীলন বর্জন করেন। দলটির বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচও বর্জন করেন।

Google search engine