Google search engine

বাংলাদেশ নারী দলের ম্যাচ এলেই সাবিনা খাতুন-মারিয়া মান্দাদের ছাড়া এত দিন ভিন্ন ভাবনায় যেতে হতো না। এবার হয়েছে তেমনটাই। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে নেই সাবিনাসহ ১৮ ফুটবলার। ফলে আফিদা খন্দকারের নেতৃত্বে আজ প্রথম প্রীতি ম্যাচে একদম নতুন দল মাঠে নামছে।

ঢাকায় সর্বশেষ ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলে কৃষ্ণা-সানজিদাদের জয় ছিল ২-০ গোলে। এবার তাদের সিনিয়র দলের সঙ্গে বাংলাদেশের জুনিয়র দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আগেই আঁচ করতে পারছেন বাটলার। তবে জয়-পরাজয় নিয়ে তিনি ভাবছেন না, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমরা জয় নিয়ে ভাবছি না। মেয়েরা অনভিজ্ঞ, এখানকার পারফরম্যান্স দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না।

ব্যাট হাতে সফল ব্যাটারদের আরেকজন তাওহিদ হৃদয়। ভারতীয়দের বিপক্ষে পাওয়া সেঞ্চুরি তাকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে ১৮ ধাপ। তার অবস্থান এখন ৬৪ নাম্বারে।

বাংলাদেশের আর কোন ব্যাটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি আসেনি। দুই ধাপ পিছিয়ে ২৭ নাম্বারে আছেন নাজমুল হাসান শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ৭ ধাপ অবনতি ঘটেছে। অভিজ্ঞ রিয়াদের অবস্থান ৪৩ নাম্বারে, অলরাউন্ডার মিরাজ আছেন ৭৫ নাম্বারে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের অবস্থান ৪২ নাম্বারে।

ওয়ানডে সংস্করণে ব্যাটারদের আইসিসি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন শুবমান গিল। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে সেরা পাঁচে ফিরেছেন বিরাট কোহলি। বোলারদের বেলায় প্রথম তিনে আসেনি কোন পরিবর্তন। শীর্ষস্থানে থাকা মাহিশ থিকশানার পেছনে রয়েছেন রশিদ খান ও কুলদীপ যাদব।

Google search engine