
পাকিস্তানের তারকা পেসার হারিস রউফকে সুখবর দিল আইসিসি। টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদে চার ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ২৬তম পজিশনে হারিস রউফ।
হারিস রউফের উন্নতির দিনে অবনতি হয়েছে পাকিস্তানের এই সময়ের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির। তিনি এক ধাপ পিছিয়ে ২৯তম পজিশনে নেমে গেছেন।
পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার জ্যাকব ডাফি। বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
গত রোববার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন ৩০ বছর বয়সি ডাফি। ১৪ রান নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও দুইবার ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ১৫ ও ৩৩ রানে।
