Google search engine

বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে জয় পেল জাপান। এই জয়ে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেল তাদের।

একইসঙ্গে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বৈশ্বিক এই মঞ্চে খেলবে তারা।

আজ নিজেদের মাঠে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাহরাইনকে ২-০ ব্যবধানে হারিয়েছে জাপান। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ডাইছি কামাডা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তাকেফেসা কুবো।

২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে জাপান।

বাছাইপর্বের সাত ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পযেন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা জাপান তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া।

Google search engine