Google search engine

ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ। তবে তা হতে দেননি ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে হিসাব পাল্টে দেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার।

ভিনিসিয়ুসের সেই শট খুঁজে নেয় কলম্বিয়ার জাল।এতে ঘরের মাঠ ব্রাসিলিয়া মানে গারিঞ্চা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। তাতে ২-১ গোলের জয়ে কলম্বিয়ার বিপক্ষে প্রতিশোধও নেওয়া হয় সেলেসাওদের। এই কলম্বিয়ার বিপক্ষেই সমান ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

কলম্বিয়ার বিপক্ষে জয়ে ২১ পয়েন্টে তালিকার দুইয়ে উঠে এসেছে ব্রাজিল।২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আজকের জয়কে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ম্যাচের প্রথম গোলের নায়ক রাফিনিয়া। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার আর্জেন্টিনাকে হারাতে চান তিনি। সতীর্থদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার মনুমেন্তালে আতিথেয়তা নেবে ব্রাজিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তাদের মাঠেই হারানোর কথা জানিয়েছে রাফিনিয়া বলেছেন, ‘অতীতে নিয়ে আর ভাবার প্রয়োজন নেই। ভবিষ্যতে দৃষ্টি রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আজকের ম্যাচের সবকিছু এখানেই শেষ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে।তাদের হারানোর জন্য প্রস্তুত হতে হবে।’

 

কলম্বিয়ার বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন রাফিনিয়া। ২৮ বছর বয়সী ব্রাজিল উইঙ্গার বলেছেন, ‘জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। শুধু খেলোয়াড় হিসেবে নয়, আমাদের স্টাফ এবং ভক্ত-সমর্থকরা, সবার জন্যই। আত্মবিশ্বাসের জন্য জয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ সামনে এখনো অনেক লড়াই বাকি। আমার মতে, টার্নিং পয়েন্টটাই আমাদের দরকার ছিল।’

Google search engine