
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার দল পাঞ্জাব কিংস গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতলেও আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়েছেন ম্যাক্সওয়েল।
বুধবার ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জানা যায়, ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। ম্যাচ রেফারির সিদ্ধান্ত অবশ্য মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ান এই তারকা।
গ্লেন ম্যাক্সওয়েল ধারা ২.২ এর আওতায় লেভেল-১ অপরাধ করেছেন। লেভেল ১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক। আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, স্বাভাবিক ক্রিকেট কার্যকলাপের বাইরে যে কোনো কাজ— স্টাম্পে লাথি মারা কিংবা বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ইত্যাদিতে ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত ক্ষতি সাধন করা এই অপরাধের মধ্যে পড়ে।
শাস্তি পাওয়ার দিনে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে খারাপ করেননি ম্যাক্সওয়েল। ২ ওভার বল তরে ১১ রানে নেন রাচিন রবীন্দ্রর উইকেট। দলও পেয়েছে জয়ের দেখা। সবমিলিয়ে, পাঞ্জাবের মালানপুরের মহারাজ যাদভিন্দ্র সিং স্টেডিয়ামে ম্যাক্সওয়েলের রাত কেটেছে অম্লমধুর অভিজ্ঞতায়।
