Google search engine

এবারের আইপিএলে সময়টা ভালো কাটছে না চেন্নাই সুপার কিংসের। সর্বশেষ টানা ৪ ম্যাচে হারা  দলটি এবার আরো বড় ধাক্কাই খেল। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ শিরোপাধারীরা।

রুতুরাজ ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের দায়িত্ব আবারও মহেন্দ্র সিং ধোনির কাঁধে পড়েছে।ভারতের সাবেক দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং।২০০৮ সালে আইপিএল শুরু হলে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান ধোনি। এরপর ২০২৩ সাল পর্যন্ত তিনিই নেতৃত্ব দেন। মাঝে অবশ্য ২০২২ আইপিএলের কিছু ম্যাচে অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা।সবমিলিয়ে দলটির হয়ে ২৩৫ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সংখ্যাটা আরো বাড়তে যাচ্ছে।অন্যদিকে ২০২৪ আইপিএল থেকে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ। গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং করার সময় কনুইয়ে চোট পান তিনি।চোট নিয়েই সেদিন ৬৩ রানের ইনিংসও খেলেছেন তিনি। খেলেছেন সর্বশেষ দুই ম্যাচেও। কিন্তু আজ এমআরআই রিপোর্টে তার কনুইয়ে চিড় ধরা পড়ায় টুর্নামেন্টের বাকি অংশে দর্শক হয়ে দেখতে হবে।

 

রুতুরাজের চোটের বিষয়ে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং বলেছেন, ‘সে গুয়াহাটিতে আঘাত পায়। এতে প্রচণ্ড ব্যথা অনুভব করে।আমাদের হাতে এক্স-রে রিপোর্ট থাকলেও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। এবার এমআরআই রিপোর্ট যখন পেয়েছি তাতে তার কনুইয়ে চিড় ধরা পড়েছে। তার জন্য আমাদের খারাপ লাগছে। দুর্ভাগ্যক্রমে সে আর টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারছে না। আমাদের আনক্যাপড খেলোয়াড় ধোনি শেষ অংশ নেতৃত্ব দেবেন।’

Google search engine