
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২০ এপ্রিল মাঠে গড়াতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শন উলিয়ামস। সেখানেই নাহিদ রানাকে ‘তুচ্ছ’ করে আত্মবিশ্বাসের ঝলক দেখিয়েছেন তিনি।
নাহিদ রানার গতির প্রশ্নে উইলিয়ামস বলেন, ‘রানার গতি অবশ্যই ভালো, তবে এখনকার দিনে অনেক বোলারই জোরে বল করে। দুনিয়ায় তো শুধু একজনই জোরে বল করে না। আমরা এসবের জন্য প্রস্তুত। আমাদের বোলিং মেশিন আছে, যেটা মানুষের চেয়ে অনেক দ্রুতগতিতে বল করতে পারে।’
এদিকে টেস্ট সিরিজ চলাকালে গোমরামুখো আবহাওয়ার শঙ্কায় সংশ্লিষ্টদের দুশ্চিন্তা থাকলেও উইলিয়ামস ইতিবাচক, ‘গতকাল অনুশীলনের সময় বৃষ্টিটা বেশ উপভোগ করেছি। এটা আমাদের প্রস্তুতিরই অংশ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই মানিয়ে নেওয়াটাই ভালো।’
টেস্ট সিরিজে কেমন উইকেট চান, সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। জিম্বাবুয়েকে ঘায়েল করতে বিশেষভাবে স্পিনবান্ধব উইকেট তৈরির পক্ষপাতী নন তিনি, বরং ‘ভালো উইকেটে’ খেলেই সিরিজ জয়ের আশা এই ক্যারিবিয়ানের।
