Google search engine

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২০ এপ্রিল মাঠে গড়াতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শন উলিয়ামস। সেখানেই নাহিদ রানাকে ‘তুচ্ছ’ করে আত্মবিশ্বাসের ঝলক দেখিয়েছেন তিনি।

নাহিদ রানার গতির প্রশ্নে উইলিয়ামস বলেন, ‘রানার গতি অবশ্যই ভালো, তবে এখনকার দিনে অনেক বোলারই জোরে বল করে। দুনিয়ায় তো শুধু একজনই জোরে বল করে না। আমরা এসবের জন্য প্রস্তুত। আমাদের বোলিং মেশিন আছে, যেটা মানুষের চেয়ে অনেক দ্রুতগতিতে বল করতে পারে।’

এদিকে টেস্ট সিরিজ চলাকালে গোমরামুখো আবহাওয়ার শঙ্কায় সংশ্লিষ্টদের দুশ্চিন্তা থাকলেও উইলিয়ামস ইতিবাচক, ‘গতকাল অনুশীলনের সময় বৃষ্টিটা বেশ উপভোগ করেছি। এটা আমাদের প্রস্তুতিরই অংশ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই মানিয়ে নেওয়াটাই ভালো।’

টেস্ট সিরিজে কেমন উইকেট চান, সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। জিম্বাবুয়েকে ঘায়েল করতে বিশেষভাবে স্পিনবান্ধব উইকেট তৈরির পক্ষপাতী নন তিনি, বরং ‘ভালো উইকেটে’ খেলেই সিরিজ জয়ের আশা এই ক্যারিবিয়ানের।

পিচ নিয়ে প্রশ্ন ছুটে গিয়েছিল জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার উইলিয়ামসের দিকেও, ‘এবার উইকেট আগের চেয়ে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আগেরবার লো ও স্লো এবং স্পিন সহায়ক উইকেট পেয়েছিলাম। এবার উইকেটে ঘাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে পেসারদের জন্য সহায়ক হতে পারে। পরিসংখ্যানও বলছে, এখানে প্রায় ৮০ শতাংশ সময়ই পেসারদের জন্য সুবিধাজনক পরিবেশ থাকে।’
Google search engine