Google search engine

মন থেকে চাইলে নাকি সব কিছু পাওয়া যায়। তার প্রমাণ আজ পাইলেন এনামুল হক বিজয়। ২০১৪ সালের ৮ এপ্রিল এমন ইচ্ছা প্রকাশ করেই নিজের ডায়েরিতে একটা চিরকুট সেঁটে দিয়েছিলেন বিজয়।হলুদ রঙের সেই চিরকুটে বিজয় লিখছিলেন, ‘২০২৫-এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।’ সেই লেখা গত ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সত্যি সত্যি পেয়ে গেছেন তিনি। সেটিও বছর শেষ হওয়ার ৮ মাস বাকি থাকতেই।বিজয়ের সেঞ্চুরির ফিফটি হওয়াটা ছিল সময়ের অপেক্ষা।কেননা গত ২৫ মার্চ ৪৯তম সেঞ্চুরি পেয়ে মাইলফলকের সামনে দ্বারপ্রান্তে দাঁড়ান তিনি। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সব সংস্করণ মিলেয়ে ৫০ সেঞ্চুরির কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার। সেটিও ছক্কা হাঁকিয়ে। প্রতিপক্ষের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে হাঁকিয়ে।

স্বীকৃতি ক্রিকেটের ৫০ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিন অঙ্ক পেয়েছেন প্রথম শ্রেণির সংস্করণে। এই ফরম্যার্টে ২৪ সেঞ্চুরি করেছেন তিনি। বাকি সেঞ্চুরির মধ্যে ২৩ টি লিস্ট ‘এ’ সেঞ্চুরির বিপরীতে ৩ টি টি-টোয়েন্টিতে।

বিজয়ের স্বপ্নপূরণের দিনে জিতেছে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে ৭ ‍উইকেটের জয় পেয়েছে।১ ছক্কা ও ১০ চারে ১১০ রানে অপরাজিত থাকেন বিজয়। সুপার লিগের ম্যাচে তানজিদ হাসান তামিম (৬৮) ও সাইফ হাসানের (৫২) ফিফটিতে ২২৪ রানের লক্ষ্য দিয়েছিল রূপগঞ্জ।

 

দিনের অন্য খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২২ রানের ইনিংস খেলে মোহামেডানকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন রনি তালুকদার। প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক টার্গেট দিয়েছিল ২৪১ রান। আবাহনী জয় পেয়েছে ৫০ রানের।আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ৮৩ রানের ইনিংসে ভর করে ২৭৮ রান করেছিল আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ২২৮ রানে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেও পরাজয় নিয়েই মাঠ ছেড়েছেন নিহাদুজ্জামান।

Google search engine