
জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ৩ উইকেটের এই বিব্রতকর পরাজয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ব্যর্থ এই তারকা অল-রাউন্ডার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট। সেই সঙ্গে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন।সিলেটে প্রথম ইনিংসে ২০.২ ওভার বল করে ৫২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে টাইগাররা বড় স্কোর গড়তে না পারায় জয়ের জন্য অতিথিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৪ রানের। সেই রান তাড়ায় নেমে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু জয়ের কাছাকাছি যেতেই মিরাজ আর তাইজুলের ঘূর্ণির মুখে পড়ে অতিথিরা।এতে অবশ্য তাদের জয় আটকায়নি।
এদিন দারুণ এক ডেলিভারিতে ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দেন মিরাজ। এর মাধ্যমে তিনি টেস্টে এক ইনিংসে দ্বাদশবারের মতো ৫ উইকেট শিকার করেন। সেই সঙ্গে তৃতীয়বারের মতো ম্যাচে নিলেন ১০ উইকেট।আগের দুইবারই ১০ উইকেট শিকার করেছিলেন মিরপুরে। ২০১৬ সালে নিজের অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট আর ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট (৫ ও ৭) নিয়েছিলেন মিরাজ।
বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ সংখ্যক ১০ উইকেট শিকারে শীর্ষে আছেন মিরাজ। এ ছাড়া ২০০ উইকেট নিয়ে তিনি হয়েছেন লাল বলে দেশের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান, দ্বিতীয় স্থানে থাকা তাইজুল নিয়েছেন ২১৯ উইকেট।
