
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে চলছে তোলপাড়। হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পাশাপাশি আহন হন ১০ জন।
যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই ঘটনার জের ধরে ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ করা হয়েছে ভারতে। আর পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে পিএসএল সম্প্রচারে কর্মরত ভারতীয়দের।
পিএসএল সম্প্রচার করা ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইতোমধ্যে সরিয়ে নিয়েছে টুর্নামেন্টটির সবকিছুই। আসরটির শুরু থেকে ১৩টি ম্যাচ সম্প্রচার হয়েছিল। আর এরই প্রভাব পড়েচে পাকিস্তানে। দেশটি থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পিএসএলে কাজ করা ভারতীয়দের। কারণ হিসেবে ধরা হচ্ছে, সম্প্রচারে যেন বিঘ্ন না ঘটে। তাই তাদের পাঠিয়ে দেওয়া হবে।
রাজনৈতিক কারণে পাকিস্তান-ভারতের মধ্যকার লম্বা সময় ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। শুধু তাই নয়, আইসিসির টুর্নামেন্টগুলোতেও কেউ কারও দেশে খেলতে পারে না এই বৈরিতার কারণেই। যে কারণে হাইব্রিড মডেলে আসরগুলোর আয়োজন করতে চুক্তিও হয়েছে তাদের মধ্যে। এরইমধ্যে পেহেলগামের এই হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও খারাপ কিছুর দিকেই যাচ্ছে।
