
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ। তবে সেখানে এক ম্যাচ উইকেটশূন্য থাকার পরই একাদশে জায়গা হারাতে হলো তাকে। শনিবার (২৬ এপ্রিল) মুলতান সুলতানসের
দলটির হয়ে সবশেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন রিশাদ। ব্যাট হাতে ১৩ বলে করেন ১৩ রান, আর বল হাতে দুই ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এর আগের ম্যাচে মুলতানের বিপক্ষে ৪৫ রান খরচায় শিকার করেছিলেন ২ উইকেট। দুটি ম্যাচেই হেরে যায় তার দল।
পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবার একাদশে জায়গা হারাতে হলো রিশাদকে। একাদশে তার জায়গা নিয়েছেন ইংল্যান্ডের টম কারেন।
অবশ্য লাহোরের হয়ে নিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছিলেন রিশাদ। তিনটি করে উইকেট ঝুলিতে পুরে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি-ও বনে গিয়েছিলেন তিনি।
লাহোর একাদশ
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটকিপার), সিকান্দার রাজা, আসিফ আলী, টম কারেন, শাহীন আফ্রিদি (ক্যাপ্টেন), হারিস রউফ, আসিফ আফ্রিদি।
বিপক্ষে রিশাদকে ছাড়াই একাদশ গড়েছে লাহোর।
