Google search engine

প্রিমিয়ার লিগের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে মোহামেডান ও আবাহনী শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ল। উত্তেজনায় ভরপুর এই ম্যাচে লাল কার্ড, গ্যালারির বিশৃঙ্খলা ও দুই দফা খেলা বন্ধের ঘটনা সবই ছিল, কিন্তু গোলের দেখা মেলেনি।

 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করল মোহামেডান। আবাহনী আছে দ্বিতীয় স্থানে, তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট।

ম্যাচের শুরুতে দুই দলই একটু সতর্ক ছিল। অষ্টম মিনিটে আবাহনীর সুমন রেজার হেড পোস্ট ঘেঁষে বাইরে গেলে প্রথম সুযোগ হাতছাড়া হয়। ৩৯তম মিনিটে মোহামেডানের আরিফ হাসানও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। আবাহনীর সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের মাহবুব আলম। এই ঘটনার পর গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও বোতল। খেলা দুই দফা বন্ধ থাকে—প্রথমবার পাঁচ মিনিট, পরে আরও দশ মিনিট।

দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে আক্রমণে চড়াও হয় আবাহনী। ৬৫তম মিনিটে সহজ এক সুযোগ নষ্ট করেন মোহাম্মদ ইব্রাহিম। পরে দিয়াবাতের পাস থেকে মোজাফ্ফর গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। ৮০ মিনিটে কর্নার থেকে সুমনের শট দারুণভাবে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

শেষ মুহূর্তে রাফায়েলের হেড আটকে দিয়ে মোহামেডান রক্ষা পায়। উত্তেজনায় টইটম্বুর ম্যাচটি শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ০-০ তে শেষ হয়। তবে ড্র সত্ত্বেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান, আর আবাহনী রইল ঠিক তাদের পেছনেই।

Google search engine