
শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরতে সময় নেয়নি বাংলাদেশের যুবারা। বিধ্বংসীরূপে সমতায় ফিরেছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।বল বাকি ছিল ৯১টি।
দুর্দান্ত জয়ে ব্যাটিংয়ের নায়ক জাওয়াদ আবরারকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক আজিজুল তামিম। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ৫ রানে কালাম সিদ্দিকি ফিরলেও অবিচ্ছেদ্য জুটি গড়েন জাওয়াদ-তামিম। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়েন তারা।যা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি। আগের সর্বোচ্চ ছিল ১৭৯ রানের, এনামুল হক বিজয় ও লিটন দাসের।রেকর্ড জুটি গড়ার পথে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন জাওয়াদ। তাতে নিজেও রেকর্ড গড়েছেন এই ওপেনার।
১৩০ রানের অপরাজিত ইনিংসটির ৯২ রানই এসেছে বাউন্ডারি থেকে। যা যুব পর্যায়ে সর্বোচ্চ। ১০৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৪ চার ও ৬ ছক্কায়। আগের সর্বোচ্চ ছিল পিনাক ঘোষের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২১ চার ও ১ ছক্কায় বাউন্ডারিতে ৯০ রান নিয়েছিলেন তিনি।জাওয়াদের অবিশ্বাস্য সেঞ্চুরির বিপরীতে ৬৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক তামিম। জাওয়াদের সেঞ্চুরির আগে শ্রীলঙ্কার ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন পেসার আল ফাহাদ। পেস আর গতিতে একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ৪৪ রানে নিজের ঝুলিতে পুরিয়েছেন ৬ উইকেট। তাতে ২১১ রানে অলআউট হয় স্বাগতিকেরা। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাতিগালা। সিরিজের তৃতীয় ওয়ানডে কলম্বোতেই আগামী ১ মে।
