
অবশেষে ফেডারেশন কাপের ফাইনালের মীমাংসা হলো। ৭ দিন পর ফাইনালের বাকি ১৫ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। তাতে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলায় ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর ফরোয়ার্ড এমেকা ওগবুগের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। আরো একটি পেনাল্টি সেভ করে দিয়েছিলেন বসুন্ধরার গোলরক্ষক।তবে মিরাজুলের শট ঠেকানোর আগে গোল লাইন থেকে বেরিয়ে আসায় দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ পান আবাহনীর ফরোয়ার্ড। পরে সফলও হন তিনি। নিজে সফল হয়ে দলকে সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও হার এড়াতে পারেনি আবাহনী।
ফাইনাল শটে বসুন্ধরাকে আনন্দে ভাসান ডেসিয়েল।তার শট জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই বুনো উল্লাসে মাতে বসুন্ধরার ফুটবলারসহ ম্যানেজমেন্ট। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। তাতে প্রথমবারের মতো বসুন্ধরার হয়ে ট্রফি জিতলেন কোচ ভ্যালেরিও তিতে। অথচ শেষ ১৫ মিনিট ১০ জন নিয়ে খেলেছে তারা।
তবে ফাইনাল গত ২২ এপ্রিলই শেষ হওয়ার কথা ছিল।তবে অকস্মাৎ কালবৈশাখীর ঝড়ে তা আর হয়নি। যদিও সেদিন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও হয়েছিল। তবে এরপরেই আলোকস্বল্পতায় ফাইনাল স্থগিত করতে বাধ্য হন ম্যাচ রেফারি সায়মন। ১-১ গোলে সেদিন ম্যাচ শেষ হয়েছিল। সেই ময়মনসিংহেই আজ বাকি ১৫ মিনিটের খেলায় টাইব্রেকারে জিতে আনন্দে ভাসল বসুন্ধরা।
