Google search engine

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করা হয়েছে।

গত কয়েকদিনে ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার মধ্য রাতে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ত্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার সকাল থেকে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান এই হামলাগুলো গত মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর চালানো একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া বলে দাবি করছে ভারত।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়।পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারতের একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পিসিবির এক কর্মকর্তা জানান, একটি ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে বিস্ফোরিত হয়েছে।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, বাকি আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়নি।পিসিবির এক কর্মকর্তা স্পোর্টকে বলেন, ‘যদি রাওয়ালপিন্ডি নিরাপদ না হয়, তাহলে লাহোর ও করাচিও নিরাপদ নয়। কারণ সেখানে ড্রোন হামলা হয়েছে। পাকিস্তানের কোনো শহরই নিরাপদ নয়।’

 

অন্যদিকে, ভারতের ধর্মশালায় বৃহস্পতিবারের আইপিএল ম্যাচটি ফ্লাডলাইট বিভ্রাটের কারণে বাতিল হয়ে গেছে।রবিবারের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালা থেকে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।’

 

গত মাসে ভারত-অধিকৃত কাশ্মীরে ২৬ জন বেসামরিক নিহত হন। ভারত দাবি করে, পাকিস্তান এই হামলাকারীদের সহায়তা করেছে—যা ইসলামাবাদ অস্বীকার করে আসছে। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

Google search engine