Google search engine

চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে আগেই পৌঁছে ছিল হামজার শেফিল্ড ইউনাইটেড। এবার জানা গেল কে হচ্ছে প্রতিপক্ষ। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।

কভেন্ট্রি সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকা সান্ডারল্যান্ডের ফাইনালে উঠতে প্রয়োজন ছিল একটি ড্র।তবে সহজ সমীকরণ কঠিন করে নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে কভেন্ট্রি। এতে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

 

অতিরিক্ত সময় শেষে রেফারি যখন শেষ বাঁশি বাজানোর অপেক্ষায়, তখনই সান্ডারল্যান্ডের ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ডের গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ফাইনালে ওঠে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।

লন্ডনের ওয়েম্বলিতে ২৪ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড-সান্ডারল্যান্ড।

ম্যাচের জয়ী দল জায়গা করে নিবে আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে। 

এদিকে শেফিল্ড ইপিএলে জায়গা করে নিলেও হামজা চৌধুরী কোথায় খেলবেন তা এখনো নিশ্চিত নয়। মূল ক্লাব লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলছেন এই বাংলাদেশি ফুটবলার।

তবে লেস্টার সিটির অবনমন নিশ্চিত হয়ে যাওয়ার পাশাপাশি শেফিল্ডের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন হামজা।

তাই দর্শক জনপ্রিয়তায় থাকা বাংলাদেশি এই তারকাকে ধরে রাখতে পারে শেফিল্ড।
Google search engine