Google search engine

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে অবশেষে খেলার অনুমতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১৪ মে দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত হলেও, অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় তার মাঠে নামা নিয়ে সংশয় ছিল। তবে সেই শঙ্কা এখন কেটে গেছে।আজ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগ জানায়, “জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।”আইপিএলের বিরতি শেষে আগামীকাল থেকে আবার খেলা শুরু হলেও, দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ১৮ মে। ওই ম্যাচ থেকেই দলে থাকবেন মুস্তাফিজ। এর আগে, ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন তিনি।

Google search engine