Google search engine

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক আরব আমিরাত। ফলে আগে ব্যাট করতে হবে লিটন দাসের দলকে।

Advertisement

শারজাহ স্টেডিয়ামটি বাংলাদেশের ক্রিকেটারদের হাতের তালুর মতো চেনা। এই মাঠে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে সবকটি জিতেছে বাংলাদেশ।

যদিও জাতীয় দলের সাম্প্রতিক ফর্ম আশাজাগানিয়া নয়। সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে হয়েছে। তবে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আমিরাতে মাঠে নামার আগে সে সুখস্মৃতি কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে লিটন দাসের দলকে।

টসের পর বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, আমি টস জিতলে আগে ব্যাট করতে চাইতাম। উইকেটটা ভালো দেখাচ্ছে। আমরা যদি বড় স্কোর করতে পারি, তাহলে সেটা দ্বিতীয় ইনিংসে কাজে দেবে। কারণ আমার মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে উইকেটটা একটু স্লো হয়ে যাবে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

Google search engine