Google search engine

ভিসা জটিলতায় আরব আমিরাতের বিমানবন্দরে আটকা পড়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। জরুরি ভিত্তিতে তাদের বদলি হিসেবে তখন আমিরাতে উড়িয়ে নেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। তবে সে ঝামেলা কেটে যাওয়ায় এখন দেশে ফিরে আসছেন তিনি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণে আমরা জরুরি ভিত্তিতে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন রিশাদ ও নাহিদ দুজনই দলের সঙ্গে আছে, তাই আর নাসুমকে প্রয়োজন নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’

সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ভিসা ইস্যুতে দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকতে হয় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ডানহাতি পেসার নাহিদ রানাকে। তখন জরুরি সমাধান হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়।

ভিসা সমস্যার সমাধান হওয়ায় দুজনেই এখন দলের প্রস্তুতিতে ফিরেছেন, ফলে নাসুমের আর সেখানে থাকার প্রয়োজন নেই।

আরব আমিরাত থেকে দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন নাসুম। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ  ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা  রয়েছে নাসুমের।

Google search engine