Google search engine

আগের দিনই বাংলাদেশ জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন তিনি। টাইগার পেসারকে রেখেই প্রথম একাদশ ঘোষণা করেছে দিল্লি।

আজ রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৮টায়।

এবার আইপিএলের নিলামে অবিক্রীত থেকে যান মোস্তাফিজ। তার ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কেউ তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার পর অনেক খেলোয়াড়ই আইপিএল ছাড়েন। তখন ছয় কোটি রুপি খরচ করে পুনরায় শুরু হওয়ায় আইপিএলের বাকি অংশের জন্য তাকে কিনে নেয় দিল্লি।

গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি জানায় আইপিএল কর্তৃপক্ষ। সেদিনই তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছাড়েন। এরপর আগের দিন সেখানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচও খেলেন তিনি।

শুরুর দিকে অনাপত্তিপত্র পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শুক্রবার মোস্তাফিজকে অনুমতিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এক সপ্তাহের জন্য এনওসি পেয়েছেন তিনি। অর্থাৎ আজ রোববার (১৮ মে) থেকে আগামী শনিবার (২৪ মে) পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি।

এই বাঁহাতি বোলার এখন পর্যন্ত ভারতের ঘরোয়া আসর আইপিএলে ৫৭ ম্যাচ খেলেছেন। ২৮.৮৮ গড় ও ৮.১৪ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৬১ উইকেট। দ্বিতীয়বারের মতো দিল্লির হয়ে খেলছেন মোস্তাফিজ। প্রথম দফায় টানা দুই মৌসুম (২০২২ ও ২০২৩ সাল) সেখানে ছিলেন তিনি।
Google search engine