
গুঞ্জন ছিল মৌসুম শেষে বেনফিকা ছাড়বেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। সেই গুঞ্জনকে সত্যি করে এবার নিজেই পর্তুগিজ এই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মৌসুমের শেষ দিনে ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ শিরোপা হাতছাড়া করে বেনফিকা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পার্থক্য গড়তে পারেননি দি মারিয়া। অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্তিং একই সময়ে ভিতোরিয়া দি গিমারায়েসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়।ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডি মারিয়া লিখেছেন, ‘এত দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। এটা ছিল এই জার্সি গায়ে আমার শেষ লিগ ম্যাচ, এবং আমি গর্বিত যে আবারও এটি পরার সুযোগ পেয়েছি। রোববার আমাদের সামনে আরেকটি ফাইনাল আছে, এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, বিশ্বাস আর জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামবো।’আগামী ২৫ মে টাকা দে পর্তুগালের ফাইনালে স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বেনফিকা। এরপর জুনে শুরু হবে ক্লাব ওয়ার্ল্ড কাপ, তবে ডি মারিয়া সেই টুর্নামেন্টে খেলবেন কি না, তা তিনি উল্লেখ করেননি।
