
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সাকিবের পর আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ডেকেছে ফ্রাঞ্চাইজিটি। পিএসএল খেলতে মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। সোমবার (১৯ মে) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।এর আগে পিএসএল খেলার জন্য সোমবার (১৯ মে) সকালে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য বিসিবির কাছে আবেদন করেন মিরাজ। তার অনাপত্তিপত্র চাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস। দুপুরের পরই মিরাজকে এনওসি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও দলে নেই মিরাজ। বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই টাইগার অলরাউন্ডার।
